আমি নাসিম ইকবাল, আমি দক্ষিণ ২৪ পরগণার জেলার এক প্রত্যন্ত গ্রামের সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে।
আমার বহুদিনের ইচ্ছা আমি আমার গ্রামের ও আশেপাশের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষদেরকে নিজের পায়ে
সাবলম্বি হয়ে দাড়াতে সাহায্য করবো। কারণ আমি খুব কাছথেকে দেখেছি তাদের জিবনের প্রতিদিনের যুদ্ধ।
যেহেতু আমাদের পুরো এলাকাটাই চাষবাসের উপরে নির্ভরশীল সেহেতু আবহাওয়ার তারতম্মের কারণে মাঝেমাঝেই প্রচুর ক্ষতিগ্রস্তের মুখে পড়েন ওইসব খেটে খাওয়া মানুষজন। তারপর দৈনন্দিন যেভাবে সমস্ত জিনিষপত্রের দাম বাড়ছে, তাতে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পরিবারকে সামাল দেওয়া।
কারণ তাদের আয়ের উৎস একটাই, শুধু চাষবাস। এছাড়া তারা কিছু জানেনই না। এর প্রধান কারণ তারা প্রযুক্তিগত দিক দিয়ে অনেক পিছিয়ে।
সেইজন্যই আমি আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে, আরও ২ বছর রুরাল ডেভেলপমেন্ট নিয়ে রিসার্চ করি।
এই রিসার্চ কালীন সময়ে আমি যেগুলো লক্ষ্য করেছিঃ-
( আমাদের এলইডি প্রোজেক্টের কিছু প্রারম্ভিক চিত্র )
আমাদের এখন একটি বড়ো উৎপাদন ক্ষেত্র প্রয়োজন




Project Description :
আমার বহুদিনের ইচ্ছা আমি আমার গ্রামের ও আশেপাশের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষদেরকে নিজের পায়ে
সাবলম্বি হয়ে দাড়াতে সাহায্য করবো। কারণ আমি খুব কাছথেকে দেখেছি তাদের জিবনের প্রতিদিনের যুদ্ধ।
যেহেতু আমাদের পুরো এলাকাটাই চাষবাসের উপরে নির্ভরশীল সেহেতু আবহাওয়ার তারতম্মের কারণে মাঝেমাঝেই প্রচুর ক্ষতিগ্রস্তের মুখে পড়েন ওইসব খেটে খাওয়া মানুষজন। তারপর দৈনন্দিন যেভাবে সমস্ত জিনিষপত্রের দাম বাড়ছে, তাতে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পরিবারকে সামাল দেওয়া।
কারণ তাদের আয়ের উৎস একটাই, শুধু চাষবাস। এছাড়া তারা কিছু জানেনই না। এর প্রধান কারণ তারা প্রযুক্তিগত দিক দিয়ে অনেক পিছিয়ে।
সেইজন্যই আমি আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে, আরও ২ বছর রুরাল ডেভেলপমেন্ট নিয়ে রিসার্চ করি।
এই রিসার্চ কালীন সময়ে আমি যেগুলো লক্ষ্য করেছিঃ-
- পানীয় জলের প্রচণ্ড সমস্যা (অতিরিক্ত পরিমাণে আয়রন জলের সাথে পান করায় প্রত্যেকের শরীর ক্রমাগতই খারাপ হয়ে চলেছে)
- ইলেকট্রিসিটি (গ্রামে বৈদ্যুতিক খুঁটি থাকলেও তাতে যে কখন ইলেকট্রিসিটি থাকে আর কখন থাকেনা, সেটাই বলা সম্ভব নয়)
- প্রয়োজন হিসাবে রাস্তায় আলো (কেন জানিনা নেতারা ভোট নেবার সময় বলেন, আমরা এই করে দেব ওই করে দেব। কিন্তু ভোটের পর্ব শেষ হলেই, আমরা আর কিছুই পাইনা) সত্যি বলতে আজও পর্যন্ত আমি আমার গ্রামের রাস্তায় সন্ধাবেলা আলো জ্বলতে দেখিনি।
- শিক্ষা (সকলের অধিকার, আমি চাই গরীব বাচ্ছারাও নির্ভয়ে স্কুলে যাক। এবং ভালো মানের শিক্ষা নিয়েই নিজের দেশের হয়ে কিছু করার স্বপ্ন রাখুক)
- প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য (একমাত্রই খাদ্যই পারে মানুষকে তার এগিয়ে যাওয়ার শক্তি জোগাতে) সেখানে কিছু কিছু পরিবার দুবেলা ঠিক করে খাবারই পাননা অর্থের অভাবে।
নেশা মুক্ত সমাজ(একটি ভালো সমাজই পারে একটি ভালো পরিবেশ তৈরি করতে)
- আমি চাই দেশের খাদ্য ব্যাবস্থা আর ভালো হোক, তাই আমি বিগত ২ মাস যাবত আমার গ্রামের প্রতিটি চাষিদের নিয়ে উন্নত পর্যায়ে আরো কিভাবে চাষ করা যায়, সেইসব আলোচনা করছি এবং তাদের কে গ্রীন হউসের প্রশিক্ষণ দেওয়ার ব্যাবস্থা করছি।কিছু চাষি আছেন যারা মাছ চাষ করতে খুবই ভালোবাসেন, তাদের মধ্যে কিছুজনকে সনাক্ত করে বায়ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে সাহায্য করছি।
- রাস্তায় ৭০ টি এলইডি ফ্লাড লাইট লাগাতে হবে। এর ফলে কারোরই আর পথ চলতে অসুবিধা হবে না ও অন্ধকারে পোকামাকড়ের বা সাপের কামড়ে কারোর কোন ক্ষতি হবেনা।
- মেধাবী দুঃস্থ বাচ্ছাদের জন্য অনুদান প্রদান করা। আর যারা অর্থের অভাবে স্কুলছুট হয়ে গিয়েছে তাদেরকে প্রাথমিক শিক্ষা প্রদানের আসায় স্কুলের পথে ফিরিয়ে আনা। একটি করে নতুন ব্যাগ ও সরকারি পাঠ্যপুস্তক তাদের হাতে তুলে দেওয়াই আমার লক্ষ্য।
- সর্বোপরি আমি একটি এমন কাজের ক্ষেত্র গড়ে তুলতে চাই, যেখানে কাজ করবে ওই দরিদ্র পরিবারের একটি করে সদস্য।
( আমাদের এলইডি প্রোজেক্টের কিছু প্রারম্ভিক চিত্র )
আমাদের এখন একটি বড়ো উৎপাদন ক্ষেত্র প্রয়োজন





Project Description :
Agriculture Training Materials | 45000.00 |
Road Light (LED Flood Light) 70 Pcs. | 50000.00 |
Contribution in Education (We get free book ) only we need School Bag & Dress | 150000.00 |
Making a Rural LED Project farm. Where my expert team trains them and they can work easily to earn good money from there. | 490000.00 |
TOTAL PROJECT COST | 735000.00 |
Already I arranged | 235000.00 |
Now really we need your support to fulfill this project, please donate us to achieve this goal…. ***Note: We make this Rural LED Farm plan, because in future we don't want to collect any fund from outside. We wish, that time we can help someone from our business profit, whose need help. | 500000.00 DONATE US |