He is Rizaul Hoque Laskar , a very young boy from a poor family of Berenga, Bethukandi, Silchar , Cachar Assam has been suffering Kidney related diseases. He is fighting for life with damaged Kidneys. As per advice of Specialists of Narayana Hridayalaya, Kolkata, for saving his life he has to needed Renal (Kidney) Transplantations immediately and for that Rupees 10 Lacs above need to be expended. But his family is unable to meet the expenditures. So that, required your kind support. As per the legend Lyricist, Singer late Dr Bhupen Hazarikas heart touching song-
"People are for people,
Life is for life...Life is for life, ....And friend, people are for people ...."
রিজাউল (রিজুল) হক লস্কর (বয়স ২২ বছর), বেতুকান্দি, শিলচর। কিডনির ব্যাধিতে আক্রান্ত। অতি কম বয়সে এমন দুরারোগ্যে ভুক্তভোগী এই ছেলেটা বাঁচার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুটা কিডনিই তার বিকল। অতি কষ্ট সহ্য করে নিয়মিত ডায়লোসিস করে এখন অবধি বেঁচে আছে।বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিসত্বর তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে। কিন্তু কিভাবে। এর জন্য শুধু হাসপাতালের ওপারেশনের খরচা ১০ লক্ষ টাকার অধিক। তাই এই জীবনকে বাচাঁতে আপনার /আমার কাছে সাহায্যপ্রার্থী সে। পরিচিত কিংবা ইচ্ছুক কেউ মানবিক কারনে সাহায্যের জন্য এগিয়ে এলে কৃতজ্ঞ থাকবে সে এবং তার পরিবার। আমার সামান্য প্রয়াসে কিঞ্চিৎ ওর মুখে হাঁসি ফুটেছে। গত (১৩ এপ্রিল ২২ইং) এর কারণে আচমকা গান্ধী ভবনে এক অনুষ্ঠানস্থলে আমার জন্য মিষ্টি ও ফল নিয়ে আসে। আগের দিন ডায়লোসিস করে তার এই আগমনে তাঁকে নিরাশ না করে, কিছুটা রেখে দেই। সর্বোপরি তাঁর সামান্য হাসিটা আমাকে দারুণভাবে তৃপ্ত করেছে। দোয়া করি সে যেন সুস্থ হয়ে উঠুক। আশাকরি, কিংবদন্তি গায়ক ও গীতিকার ড৹ ভূপেন হাজারিকার ভাষায়.." মানুষ মানুষের জন্যে,...জীবন জীবনের জন্য। আসুন, যার যত সম্ভব তা দিয়ে জীবনটি রক্ষা করি।
তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস:👉
আপনারা গুগল পে/পেটিএম করতে পারেন এই ফোন নম্বরে 👉6003167100
"People are for people,
Life is for life...Life is for life, ....And friend, people are for people ...."
রিজাউল (রিজুল) হক লস্কর (বয়স ২২ বছর), বেতুকান্দি, শিলচর। কিডনির ব্যাধিতে আক্রান্ত। অতি কম বয়সে এমন দুরারোগ্যে ভুক্তভোগী এই ছেলেটা বাঁচার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুটা কিডনিই তার বিকল। অতি কষ্ট সহ্য করে নিয়মিত ডায়লোসিস করে এখন অবধি বেঁচে আছে।বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিসত্বর তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে। কিন্তু কিভাবে। এর জন্য শুধু হাসপাতালের ওপারেশনের খরচা ১০ লক্ষ টাকার অধিক। তাই এই জীবনকে বাচাঁতে আপনার /আমার কাছে সাহায্যপ্রার্থী সে। পরিচিত কিংবা ইচ্ছুক কেউ মানবিক কারনে সাহায্যের জন্য এগিয়ে এলে কৃতজ্ঞ থাকবে সে এবং তার পরিবার। আমার সামান্য প্রয়াসে কিঞ্চিৎ ওর মুখে হাঁসি ফুটেছে। গত (১৩ এপ্রিল ২২ইং) এর কারণে আচমকা গান্ধী ভবনে এক অনুষ্ঠানস্থলে আমার জন্য মিষ্টি ও ফল নিয়ে আসে। আগের দিন ডায়লোসিস করে তার এই আগমনে তাঁকে নিরাশ না করে, কিছুটা রেখে দেই। সর্বোপরি তাঁর সামান্য হাসিটা আমাকে দারুণভাবে তৃপ্ত করেছে। দোয়া করি সে যেন সুস্থ হয়ে উঠুক। আশাকরি, কিংবদন্তি গায়ক ও গীতিকার ড৹ ভূপেন হাজারিকার ভাষায়.." মানুষ মানুষের জন্যে,...জীবন জীবনের জন্য। আসুন, যার যত সম্ভব তা দিয়ে জীবনটি রক্ষা করি।
তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস:👉
আপনারা গুগল পে/পেটিএম করতে পারেন এই ফোন নম্বরে 👉6003167100